
ঢাকাঃ অবশেষে শঙ্কার মেঘ কাটছে। স্বস্তি ফিরছে শ্রীলঙ্কান ক্রিকেটপ্রেমীদের মনে। অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেট। চলমান বিক্ষোভের কারণে দেশটিতে এশিয়া কাপ আয়োজন নিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা। কিন্তু এ অবস্থায় হাল ছাড়েনি দেশটির ক্রিকেট কর্তারা। যোগাযোগ রাখে অন্য বোর্ডগুলোর সঙ্গে।
তারপরই মিলেছে সুখবর। তবে সংশোধিত হতে যাচ্ছে সূচি। তারিখ ২৪ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট আয়োজনের ইচ্ছা প্রকাশ করল ক্রিকেট শ্রীলঙ্কা। অংশগ্রহণকারী দেশগুলোর সম্মতি চেয়েছে তারা। এখন সবাই হ্যাঁ বললেই ঘোষণা করা হবে নতুন তারিখ।
তার আগে দুইবার স্থগিত হয়েছে এশিয়া কাপের ১৮তম আসর। এ বছরের ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর ছিল এশিয়া কাপ ক্রিকেটের সূচি। এ অবস্থায় নতুন সূচিতে পাকিস্তানের কাছ থেকে সম্মতি পেয়েছে লঙ্কান বোর্ড। আন্তর্জাতিক সূচিতে সম্ভাব্য সংঘর্ষের কারণে পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের কাছ থেকে শ্রীলঙ্কা নতুন তারিখের অনুরোধ পেয়েছিল। তাই সেভাবে তারিখ সামঞ্জস্য করা হয়েছে। সেপ্টেম্বরের শেষ দিকে পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে সাতটি টি-টোয়েন্টি আয়োজন করবে।
এ অবস্থায় এশিয়া কাপ নতুন তারিখ অনুযায়ী ২৪ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর শেষ হলে পাকিস্তানের জন্য সব ঠিকঠাক থাকবে। অবশ্য শেষ দিকে এসেছে সূচি নিয়ে ঝামেলা হলে এশিয়া কাপ হতে পারে অন্য দেশেও। এক্ষেত্রে বাংলাদেশও প্রস্তুতি নিয়ে রেখেছে।
আমাদের বাণী/৩০/৫/২০২২/বিকম
Leave a Reply