অসহায় শিশুকে আশ্রয় দিয়ে ধর্ষণ

ধর্ষণ

নারায়ণগঞ্জঃ জেলার ফতুল্লায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে ফতুল্লার হাজীগঞ্জ এলাকার এ ঘটনায় স্থানীয় এক প্রতিবেশী মামলা করেছেন।

অভিযুক্ত শাহ জালাল (৫৫) সম্পর্কে শিশুটির দুঃসম্পর্কের নানা হন।

মামলার এজাহারে বলা হয়েছে- পটুয়াখালী জেলার গলাচিপা থানার নলুয়া গ্রামের এক ব্যক্তি প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে ককরেন। এরপর তার স্ত্রীও দ্বিতীয় বিয়ে করেন। তাদের সংসারে পাঁচ বছরের কন্যাশিশু রয়েছে।

স্বামী স্ত্রী দুজনেই শিশুটিকে নিজ বাড়িতে রেখে অন্যত্রে চলে যান। এতে শিশুটি অসহায় হয়ে পড়ে। এরপর পাশের বাড়ির দুঃসম্পর্কের নানি শিশুটিকে তাদের সঙ্গে ফতুল্লায় নিয়ে আসেন।

নানা-নানি খাটের ওপর ঘুমাতেন। আর শিশুটি ফ্লোরে ঘুমাত। এ সুযোগে প্রায় সময়ই তার নানা শাহ জালাল তাকে ধর্ষণের চেষ্টা করত।

গত বুধবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে শাহ জালাল শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করেন। বিষয়টি তার স্ত্রী জানতে পেরে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। এ ঘটনা কাউকে না বলতে তার নানি তাকে ভয় দেখান।

ঘটনার পরদিন বৃহস্পতিবার শিশুটিকে অসুস্থ দেখে পাশের বাড়ির লোকজন জিজ্ঞাসা করলে সে ধর্ষণের বিষয়টি বলে দেয়।

এরপর গতকাল শনিবার রাতে খবর পেয়ে পুলিশ শাহ জালালকে গ্রেফতার করে এবং শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাদাৎ হোসেন জানান, প্রতিবেশীর মামলায় শাহ জালালকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি শেখ রেজাউল হক দিপু বলেন, ভিকটিম শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষার পর তাকে আদালতে পাঠানো হবে। আদালত যদি অভিভাবক না পায়, তাহলে হয়তো তাকে নিরাপদ হেফাজতে রাখার নির্দেশ দেবেন।

আমাদের বাণী/৩০/৫/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.