
তিন দিবারাত্রির ম্যাচের ওয়ানডে সিরিজ প্রথম দুই ম্যাচের দুটিতে জিতেই নিশ্চিত করেছিলো বাংলাদেশ। গড়েছিলো শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হারানোর রেকর্ড। তবে শেষ ম্যাচের শ্রীলঙ্কা যেন অচেনা হয়ে ধরা দিয়েছে মিরপুরের মাঠে। ৯৭ রানে স্বাগতিকদের হারিয়ে স্বস্তির জয় নিয়ে ঘরে ফিরছে শ্রীলঙ্কা।
প্রথমে ব্যাট করতে নেমেই দুই ওপেনার দানুশকা গুণাথিলাকা এবং কুশল পেরেরা তাণ্ডব শুরু করেন। এরপর তাসকিন আহমেদের জোড়া আঘাতে তাদের জুটিতে কিছুটা ভাঙন ধরলেও এক প্রান্ত আগলে রেখে অধিনায়কোচিত ১২০ রান করেন পেরেরা। মাঝে কুশল মেন্ডিস এবং ধনাঞ্জয়া ডি সিলভার সাথে গড়েছেন যথাক্রমে ৬৯ ও ৬৫ রানের জুটি। পরে ধনাঞ্জয়াও ধীরেসুস্থে খেলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়ে দলকে ২৮৬ রানের লড়াকু সংগ্রহ এনে দেন। লঙ্কানদের ব্যাটীং লাইন আপকে কিছুটা বুঝতে পেরেছিলো তাসকিন আহমেদের বল, চার উইকেট নিয়েছেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই টপ অর্ডারে ধস দেখেছে বাংলাদেশ। অভিষিক্ত মোহাম্মদ নাঈম শেখ এক রানে, সাকিব আল হাসান চার রানে এবং অধিনায়ক তামিম ইকবাল যখন ব্যক্তিগত ১৭ রানে আউট হচ্ছেন, তখন বাংলাদেশ পাওয়ার প্লে শেষে তিন উইকেটের বিনিময়ে মাত্র ২৯ রান সংগ্রহ করেছে।
মুশফিকুর রহিম এবং মোসাদ্দেক হোসেনের অর্ধশত রানের জুটি যখন আশার আলো দেখাচ্ছিলো তখনই ২৪ রানে ফিরতে হয় আগের দুই ম্যাচের জয়ের নায়ককে। এরপর মোসাদ্দেক এবং মাহমুদউল্লাহর জুটি থিতু হওয়ার সময় অর্ধশত করে বিদায় নেন মোসাদ্দেকও। তখন বাংলাদেশের সংগ্রহ ১২৫, পাঁচ উইকেটের বিনিময়ে। বাকি পাঁচ উইকেট মাত্র ৬৪ রানের ভেতর নিয়ে নেয় লঙ্কানরা। মেহেদী হাসান মিরাজ আবারও শূন্য রানে ফিরেছেন। রানের খাতা খোলার আগে ফিরেছেন তাসকিনও। এক প্রান্ত আগলে রেখে ব্যক্তিগত অর্ধশতক তুলে শেষ উইকেটে আউট হয়েছিলেন মাহমুদউল্লাহ। শ্রীলঙ্কার তরুণ অভিষিক্ত বোলার বিনুরা ফার্নান্দো তিন উইকেট নিয়ে বাংলাদেশকে ধসিয়েছেন, রমেশ মেন্ডিস নিয়েছেন দুই উইকেট।
মাত্র তিনজন বাংলাদেশি ব্যাটসম্যান ২০ রানের কোটা পূরণ করতে পেরেছেন। ঘরের মাঠে ১৮৯ রানে অলআউট হওয়ার লজ্জা পেয়েছে তামিম ইকবালের দল। এই জয়ে শ্রীলঙ্কা সিরিজ থেকে ওয়ানডে সুপার লিগের টেবিলে ১০ পয়েন্ট নিয়ে ফিরতে পারলো। দুশমন্থ চামিরা ম্যাচসেরার পুরস্কার জিতলেও সিরিজ জয়ের সুবাদে মুশফিক সিরিজসেরা হয়েছেন। তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা বড় স্কোরের সামনে কতটা অসহায় আত্মসমর্পন করে, সেটিও আরেকবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো নবীন শ্রীলঙ্কা।
Leave a Reply