টুর্নামেন্টসেরা বাটলার

ঢাকাঃ প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিয়েই শিরোপা জিতে নিল গুজরাট টাইটান্স। রবিবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে পরাজিত করেছে গুজরাট। তবে শিরোপা না জিতলেও দারুণ একটি আসর কাটিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রাজস্থানের ইংলিশ তারকা জস বাটলার।

এই উইকেটরক্ষক-ব্যাটার ১৭ ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরিতে ৫৭.৫৩ গড়ে ৮৬৩ রান করেছেন।

স্ট্রাইরেট ১৪৯.০৫। এই আসরেই ছক্কা হাঁকিয়েছেন ৪৫টি, চার ৮৩টি। এবারের আসরে তার সমান ছক্কা হাঁকাতে পারেননি আর কোনো ব্যাটার। সেরা ইনিংসটি ১১৬ রানের। ফলে টুর্নামেন্টসেরার পুরস্কারটি প্রাপ্য ছিল বাটলারেরই।

পুরস্কার হাতে নিয়ে বাটলার বলেন, ‘আজকের দিনটির কথা বাদ দিলে পুরো টুর্নামেন্টেই আমার প্রত্যাশা ছাড়াতে পেরেছি। হার্দিক পাণ্ডিয়া ও তাঁর দলের বড় অভিনন্দন প্রাপ্য। যোগ্য দল হিসেবেই তারা চ্যাম্পিয়ন হয়েছে। ’

আমাদের বাণী/৩০/৫/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.