মাহিন্দ্র গাড়ি খাদে: ২ শ্রমিকের মৃত্যু

মহাসড়ক

মানিকগঞ্জঃ জেলার সদর উপজেলার আঞ্চলিক সড়কে মাহিন্দ্র (ট্যাফে) গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ মে) রাতে উপজেলার হাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—উপজেলার ছোট বাসাড়িয়া এলাকার সামাদের ছেলে আয়নাল, একই উপজেলার বায়ইটা এলাকার সাইফুল ইসলামের ছেলে মিরাজ। এরা রাস্তার কাজ করার জন্য এসেছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার এস আই সোহেল রানা। তিনি বলেন, মাহিন্দ্র (ট্রাফে) গাড়িটি ভাঙা রাস্তা মেরামত করা জন্য সিমেন্টের খুঁটি নিয়ে যাচ্ছিল। হাটিপাড়া এলাকায় মাহিন্দ্র গাড়িটি নিয়ন্ত্রণ হরিয়ে খাদে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা সিমেন্টের খুটি আয়নাল ও মিরাজের উপরে পরলে তাদের মৃত্য হয় বলে জানান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে বলে জানান।

আমাদের বাণী/৩০/৫/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.