বিএনপি-শিবিরের ২৭ নেতাকর্মী গ্রেপ্তার

কুষ্টিয়াঃ জেলায় নাশকতা পরিকল্পনার দুটি মামলায় বিএনপি ও ছাত্রশিবিরের ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল শুক্রবার বিকেলে তাদের আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নির্যাতনের প্রতিবাদে বিএনপি নেতারা যখন মাঠে নামছে, তখনই আবার নাশকতার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক পলাশ হোসেনসহ ১৯ জনকে গ্রেপ্তার করে মডেল থানার পুলিশ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদসহ ৬ জনকে গ্রেপ্তার করে মিরপুর থানা এবং দৌলতপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে দুজন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম বলেন, ‘এসআই সঞ্জয় মণ্ডল বৃহস্পতিবার নাশকতার পরিকল্পনায় জড়িত ৩০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।’

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘উপ-পরিদর্শক (এসআই) সুমন চ্যাটাজির করা মামলায় বিএনপির ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান বলেন, ‘দুজনকে মিরপুর থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

আমাদের বাণী/২৯/৫/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.