
নেত্রকোনাঃ জেলার মদনে গাড়িচালককে মারধর করে এক নারীকে (৪০) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিকাশ চন্দ্র বিশ্বাস (৩৭) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় মদন-কেন্দুয়া সড়কের কাইটাইল ইউনিয়নের বাররী এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার সন্ধ্যায় ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বিকাশ চন্দ্র উপজেলার কাইটাইল ইউনিয়ের বাররী গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী মদনের বাসিন্দা। গতকাল সন্ধ্যায় মদন পৌরসদর থেকে ইজিবাইকে করে কেন্দুয়ায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে বাররী গ্রাম থেকে যাত্রীবেশে ওই ইজিবাইকে ওঠেন তিন বখাটে তরুণ। কিছুদূর গিয়ে ফাঁকা জায়গায় চালককে মারধর করে ওই নারীকে তুলে নিয়ে যান তারা। পরে রাস্তার পাশে একটি নির্জন স্থানে নিয়ে তাকে এক তরুণ ধর্ষণ করে পালিয়ে যান। এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে অন্য দুজন তরুণও সেখান থেকে পালিয়ে যান।
ওই রাতেই অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারীর ভাই।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ভুক্তভোগী নারীর ভাইয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। একইসঙ্গে ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য আজ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আমাদের বাণী/২৯/৫/২০২২/বিকম
Leave a Reply