পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়াঃ জেলার শেরপুর উপজেলার পৃথক দুই স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে এ দুই ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা উত্তরপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে আব্দুল্লাহ (২) ও সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া মধ্যপাড়া গ্রামের এনামুল হকের ছেলে মহররম আলী (৩)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালের দিকে ভাটরা উত্তরপাড়া গ্রামের বাড়ির পাশে খেলছিল শিশু আব্দুল্লাহ। একপর্যায়ে সবার অজান্তে পুকুরে পড়ে নিখোঁজ হয় সে। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। কিন্তু শিশুটির খোজ না পেয়ে পরে পুকুরের মধ্যে শিশুটির জুতা দেখে সন্দেহ হয়।

এরপর স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া গ্রামের বাড়ির সামনে খেলার সময় পুকুরে পড়ে নিখোঁজ হয় মহররম আলী। পরে দুপুর ১টার দিকে পুকুরের পানিতে শিশুটির লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, অনেক আগেই শিশুটি মারা গেছে।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ দুই ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আমাদের বাণী/২৯/৫/২০২২/বিকম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.