
আন্দ্রেয়া পিরলোকে সরিয়ে আবারো মাস্সিমিলিয়ানো আলেগ্রিকে কোচের দায়িত্ব দিল জুভেন্তাস।
গত গ্রীষ্মে মাওরিসিও সাররিকে বরখাস্ত করার পর ৪২ বছর বয়সী পিরলোকে দায়িত্ব দেয় জুভেন্তাস। কিন্তু পিরলোর অধীনে তুরিনের দলটি এবার সিরি আতে চতুর্থ হয়েছে। ২০১২ সালের পর লিগ শিরোপা হারিয়েছে দলটি।
যদিও পিরলোর অধীনে ইতালিয়ান সুপার কাপ ও কোপা ইতালিয়ার শিরোপা জিতেছে জুভেন্তাস। তবে সেটি পিরলোর চাকরি বাঁচানোর জন্য যথেষ্ট হয়নি।
আবারো দায়িত্বে নিতে যাওয়া আলেগ্রি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত জুভেন্তাসের কোচের দায়িত্বে ছিলেন। তার অধীনে ৫টি লিগ শিরোপা জিতেছে জুভরা। এ ছাড়া চারটি কোপা ইতালিয়া জয়ের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে দুইবার।
২০১৯ সালের জুনে জুভেন্তাস ছাড়ার পর ৫৩ বছর বয়সী আলেগ্রি ফুটবল থেকে দূরে ছিলেন।
Leave a Reply