চলন্ত বাসে তরুণীকে ধর্ষণচেষ্টা

চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীতে চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় এক বাসচালক ও তার সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ মে) মধ্যরাতে নগরী ও জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ২টায় এ তথ্য জানান সিএমপির বাকলিয়া থানার ওসি রাশেদুল হক।

অভিযুক্ত আনোয়ার হোসেন জেলার দোহাজারী থানার দেওয়ানহাট এলাকার বাছা মিয়ার ছেলে এবং অপর জন জনি দাশ পটিয়া থানাধীন ডেংগাপাড়া কেলিশহর এলাকার মিঠুন দাশের ছেলে বলে জানান ওসি রাশেদুল হক।

তিনি বলেন, গত ১৫ মে চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি সানমুন গ্রুপের গোল্ডেন হাইস পোশাক কারখানার ওই নারী শ্রমিক অন্য কর্মীদের সঙ্গে প্রতিষ্ঠানটির নিয়োজিত বাসে বাসার উদ্দেশে রওনা হন। বাসে ভিকটিমসহ আরও ১০-১২ জন পোশাককর্মী ছিলেন। তারা বহদ্দারহাটে গন্তব্যে নেমে যান।

এরপর ভিকটিমকে একা পেয়ে চালক ও তার সহকারী ধর্ষণের চেষ্টা চালায়। এ অবস্থায় ওই নারী কর্মী বহদ্দারহাট সংলগ্ন এলাকায় চলন্ত বাস থেকে ঝাঁপ দিয়ে রক্ষা পান। তবে এতে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

ভিকটিম সুস্থ হলে বুধবার (২৫ মে) পুলিশকে বিস্তারিত খুলে বলেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ তদন্তে নেমে রাতেই হাটহাজারী উপজেলার একটি বাড়ি থেকে বাসচালক আনোয়ার হোসেন টিপু (২২) ও সহকারী জনি দাশকে (২০) গ্রেফতার করে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বাসচালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছেন তারা। দুজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আমাদের বাণী/২৬/৫/২০২২/এসি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.