পাহাড়ে রক্তপাত হতে দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাঃ পাহাড়ে যারা নামে-বেনামে চাঁদাবাজি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, রক্তপাত করে তাদের আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি শহরের সুখী নীলগঞ্জ পুলিশ লাইনসে ডিআইজি আর্মড পুলিশ ব্যাটালিয়নস্ (পার্বত্য জেলাসূমহ) ও তিন পার্বত্য জেলায় তিনটি আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো বাংলাদেশে কোনো চাঁদাবাজি করতে দেয়া হবে না, রক্তপাত হতে দেয়া হবে না। পার্বত্য এলাকার মানুষ শান্তিপ্রিয় ও ভালো উল্লেখ করে মন্ত্রী প্রশ্ন রাখেন, কেন এই তিন জেলায় রক্তপাত হবে? এই ভালো মানুষগুলো নিহত হবে?

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়ের প্রত্যেক জেলায় গ্রামে গ্রামে আমি ঘুরেছি, অনেক সাদাসিধে মানুষ আপনারা। কোনো ডিমান্ড নেই। আপনারা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। তাহলে কেন এই রক্তপাত? আপনাদের কাছে আমরা ওয়াদা করছি, পুলিশ বাহিনী আপনাদের পাশে থাকবে। আপনারা যে যেভাবে পারেন প্রতিরোধ করুন, সন্ত্রাসীদের চিহ্নিত করে আমাদের জানান। তাদের আইনের মুখোমুখি হতে হবে। আইন অনুযায়ী শাস্তি পেতেও হবে।

আসাদুজ্জামান খান আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী চান তিন জেলা সুন্দর, শান্তি-শৃঙ্খলাপূর্ণ হোক। আপনারাও সেটাই চান। তাহলে হবে না কেন? আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমি ঘোষণা দিয়ে বলতে চাই, এখানে রক্তপাত চাঁদাবাজি বন্ধের জন্য যা যা করা দরকার আমরা তাই করব। এই সম্ভাবনাময় এলাকা হিসেবে আমরা যা চিন্তা করেছি সেটা বানিয়ে পৃথিবীকে দেখিয়ে দেব।

অনুষ্ঠানে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন। এতে স্বাগত বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আমাদের বাণী/২৬/৫/২০২২/এসি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.