মোদিকে এড়িয়ে গেলেন মমতা

ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকাগুলো আকাশপথে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মধ্যে শুক্রবার পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বিমান পৌঁছলে তাকে রাজ্যপাল জগদীপ ধনখড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগত জানান। পরে সেখানে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ঘূর্ণিঝড় পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী। তবে ওই সভায় মুখ্যমন্ত্রীর থাকার কথা থাকলেও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বসেননি তিনি। মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে শুধু সৌজন্য সাক্ষাৎ করে ক্ষয়ক্ষতির নথি দিয়ে এবং উন্নয়নের জন্য ২০ হাজার কোটি টাকার সহায়তা চেয়ে দিঘায় চলেন যান।

কলাইকুণ্ডায় ঘূর্ণিঝড় পর্যালোচনা নিয়ে সরকারি পর্যায়ের বৈঠক ডাকা হয়। এতে বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়। কার্যত এই শুভেন্দুকে বিরোধী দলনেতা স্বীকৃতি দিয়ে বিধানসভার সচিবালয়ের দেয়া চিঠি নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।

ভারতীয় মিডিয়ার খবর, এ কারণে ওই বৈঠক এড়িয়ে যান মুখ্যমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে দেখা করেছেন মমতা। মাত্র দেড় মিনিট দু’জনের সাক্ষাৎ হয়। সে সময় ইয়াসে রাজ্যের প্রায় ২০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রধানমন্ত্রীকে জানান তিনি। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত দিঘা ও সুন্দরবনের জন্য উন্নয়নের জন্য ২০ হাজার কোটি চেয়েছেন মুখ্যমন্ত্রী।

নিউজ১৮ বাংলা টিভির খবরে বলা হয়েছে, আগেই ঠিক হয়েছিল ঘূর্ণিঝড় পর্যালোচনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে হাজির থাকবেন না মুখ্যমন্ত্রী। এর আগে শুক্রবার সকালে ওডিশার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এরপর পশ্চিমবঙ্গ সফর করেন মোদি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.