
ঢাকাঃ দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিক্ষকসহ আটজন নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) এসব ঘটনা ঘটে।
নাটোর : সিংড়ায় বালিবহনকারী ট্রাক্টরের ধাক্কায় মো. আইয়ুব আলী (৩২) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের আকবর আলী হাজীর পুত্র ও চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রতিদিনের মতো সোমবার কর্মস্থলে যাওয়ার সময় পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক্টর। এ সময় গুরুতর আহত হন আইয়ুব আলী। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
টাঙ্গাইল : মির্জাপুরে ট্রাকচাপায় শহীদুল ইসলাম শহিদ (২৬) ও ইয়াসিন হোসেন কানন (২৩) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস আন্ডারপাসের ওপরে এ দুর্ঘটনা ঘটে। শহিদ পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের বাওয়ার কুমারজানী এলাকার আবু বক্কর সিদ্দিকীর ছেলে এবং কানন একই এলাকার আমির হোসেনের ছেলে। কাননের গ্রামের বাড়ি উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া সরকারপাড়া গ্রামে।
নেত্রকোনা : যাত্রীবাহী বাস ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। এ সময় অন্তত ২০ জন বাস যাত্রী আহত হয়েছে। সোমবার ভোর সোয়া ৫টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইলের চণ্ডিপাশা ইউনিয়নের বারিগ্রাম এলাকার মৃত শাহনেওয়াজের ছেলে বাস ড্রাইভার সবুজ মিয়া (৪০) এবং সুনামগঞ্জের ধর্মপাশার রাজনগর এলাকার চান মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০)।
সাতক্ষীরা : মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোছা. রাবেয়া খাতুন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রাবেয়া খাতুন কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের আবদুস সামাদের স্ত্রী। সোমবার সকালে সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কের কালিগঞ্জ ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাট : কালীগঞ্জ উপজেলায় তামাক বিক্রি করতে যাওয়ার সময় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৮) নামে এক তামাক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই ও অটোরিকশা চালক আহত হয়েছেন।
সোমবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে। শহিদুল ইসলাম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামের তোজাম্মেল হোসেনের পুত্র। সকালে একটি অটোরিকশা করে কাকিনার আকিজ টোব্যাকোতে তামাক বিক্রি করার জন্য যাচ্ছিল। এ সময় বুড়িমারী স্থলবন্দরে পণ্য আনতে যাচ্ছিল একটি ট্রাক। পরে তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের সামনে অটোরিকশাটিকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে তামাক ব্যবসায়ী শহিদুল ইসলাম মারা যান।
ময়মনসিংহ : কিশোরগঞ্জ মহাসড়কে রোববার রাত ৮টার দিকে নান্দাইল উপজেলার তসরা নামক স্থানে বালিভর্তি একটি ট্রাককে সিএনজি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হয়। তার পরিচয় পাওয়া যায়নি।
আমাদের বাণী/২৪/৫/২০২২/এসি
Leave a Reply