ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা

টাঙ্গাইলঃ জেলার মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৩ মে) সকাল ১০টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর নতুন বাসস্ট্যাণ্ডের আণ্ডারপাসের উপর এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মির্জাপুর পৌর এলাকার বাওয়ার রোডের আমির হোসেনের ছেলে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ইয়াসিন হোসেন কাকন ও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মৃত্যুবরণ করেন কুমারজানি গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শহীদুল ইসলাম।

স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহতরা সকাল ১০ টার দিকে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করার অল্প কিছুক্ষণ পরেই মির্জাপুর বাইপাস এলাকার আণ্ডারপাসের উপর পৌছলে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের মোটর সাইকেলটিকে চাপা দেয়।

গোড়াই হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, ট্রাকের চালক-হেলপার পলাতক রয়েছে। তবে ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে তিনি জানান।

আমাদের বাণী/২৩/৫/২০২২/এসি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.