পাটক্ষেতে নিয়ে গৃহবধূকে ধর্ষণ

মাদারীপুরঃ জেলার কালকিনিতে বৃষ্টির মধ্যে জোরপূর্বক পাটক্ষেতে নিয়ে এক বাকপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ করে সোহরাফ সরদার (৪৫) নামে এক শ্রমিক। এ অভিযোগে তাকে আটক করেছে থানা পুলিশ। রোববার বিকালে তাকে আটক করা হয়।

আটক ওই শ্রমিক পৌর এলাকার সাদীপুর গ্রামের মজিদ সরদারের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, পৌর এলাকার সাদীপুর গ্রামের বাকপ্রতিবন্ধী গৃহবধূ গত শনিবার সকালে বৃষ্টির মধ্যে একা বাড়ির পাশের জমির ধান আনতে যান। এ সময় সোহরাফ সরদার জোরপূর্বক ওই গৃহবধূকে পাটক্ষেতের ভিতর নিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে সোহরাফ পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধূ কালকিনি থানায় অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ সোহরাফকে আটক করে।

ভুক্তভোগী গৃহবধূর মেয়ে জানান, আমার মাকে লম্পট সোহরাফ পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করেছে। আমরা সোহরাফের দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ ব্যাপারে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন জানান, ধর্ষণের অভিযোগে সোহরাফকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আমাদের বাণী/২২/৫/২০২২/কিউ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.