
ব্রাহ্মণবাড়িয়াঃ মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে আখাউড়া পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির মোল্লা (৭০) গ্রেফতার হয়েছেন।
শনিবার মধ্যরাতে পৌরশহরের দেবগ্রামের কাদির মোল্লার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার বসতঘরের স্টিলের আলমারি তল্লাশি করে ২ হাজার ২৩৫টি ইয়াবা ট্যাবলেট, ৮টি দামী মোবাইল ফোন, ইয়াবা প্যাকেট করার মেশিন ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতের মূল্য ১৩ লাখ ১৭ হাজার টাকা।
এ সময় টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে কাদির মোল্লার ছেলে সোহাগ মোল্লা (৪০) পালিয়ে যায়। রবিবার সকালে আখাউড়া থানায় দুজনকে আসামি করে মামলা হয়েছে।
আমাদের বাণী/২২/৫/২০২২/বিবিসি
Leave a Reply