ইয়াবাসহ আ.লীগ নেতা গ্রেফতার

আ’লীগ সভাপতির আলমারি থেকে উদ্ধার হলো ২ হাজার পিস ইয়াবা

ব্রাহ্মণবাড়িয়াঃ মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে আখাউড়া পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির মোল্লা (৭০) গ্রেফতার হয়েছেন।

শনিবার মধ্যরাতে পৌরশহরের দেবগ্রামের কাদির মোল্লার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার বসতঘরের স্টিলের আলমারি তল্লাশি করে ২ হাজার ২৩৫টি ইয়াবা ট্যাবলেট, ৮টি দামী মোবাইল ফোন, ইয়াবা প্যাকেট করার মেশিন ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতের মূল্য ১৩ লাখ ১৭ হাজার টাকা।

এ সময় টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে কাদির মোল্লার ছেলে সোহাগ মোল্লা (৪০) পালিয়ে যায়। রবিবার সকালে আখাউড়া থানায় দুজনকে আসামি করে মামলা হয়েছে।

আমাদের বাণী/২২/৫/২০২২/বিবিসি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.