সড়ক দুর্ঘটনা, ঝড় ও বজ্রপাতে নিহত ১২

ফাইল ছবি

ঢাকাঃ দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছচাপা পড়ে তিনজন এবং বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।

সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে মৌলভীবাজারে পুলিশ কর্মকর্তা, বাঁশখালীতে আওয়ামী লীগ নেতা, বগুড়ায় দুই তরুণ, ফরিদপুরের ভাঙ্গায় বৃদ্ধ, চাঁপাইনবাবগঞ্জে ধান কাটার শ্রমিক ও কক্সবাজারে পথচারী রয়েছেন। নিহত পুলিশ কর্মকর্তার নাম সমিরন চন্দ্র দাস। শুক্র ও শনিবার এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চট্টগ্রামে ১৩ পুলিশ কর্মকর্তাসহ আরও একাধিক লোক আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালবৈশাখী ঝড় বজ্রপাতে নিহতদের মধ্যে কক্সবাজারের চকরিয়ায় গাছ চাপা পড়ে যুবক, ফরিদপুরের মধুখালীতে নারী এবং বগুড়ায় দিনমজুরের মৃত্যু হয়েছে। এছাড়া ঝিনাইদহে বজ্রপাতে নারী ও দিনাজপুরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে ফরিদপুর, মুন্সীগঞ্জ, ভোলা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, সুনামগঞ্জ, নওগাঁ, দিনাজপুর ও কুড়িগ্রামে কালবৈশাখীর তা-বে ঘর-বাড়ি, গাছপালা ও বিদ্যুত লাইনসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

সড়ক দুর্ঘটনা

মৌলভীবাজারের রাজনগরে আসামি ধরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই সমিরন চন্দ্র দাস নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের তিন এসআই, দুই কনস্টেবল ও তিন আসামি গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২১ মে শনিবার ভোর ৫টার দিকে রাজনগরের উত্তরবাগ চা বাগান থেকে পুলিশের একটি পিক আপ করে ৩ আসামি ধরে ফেরার পথে ময়নার দোকান এলাকায় গাড়ির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশের ৪ এসআই, ২ কনস্টেবল ও ৩ আসামি আহত হয়। খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুলিশের এসআই সমিরন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত পুলিশের তিন এসআই, এক কন্সটেবল ও এক আসামিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। আহত এক কনস্টেবল দুই আসামিকে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আহতদের দেখতে হাসপাতালে যান। আহতরা হচ্ছেন রাজনগর থানায় কর্মরত পুলিশের এসআই সুলেমান, শওকত মাসুদ ভুঁইয়া, জাহাঙ্গীর, কনস্টেবল (গাড়ি চালক) আব্দুল আজিজ ও মাসুক মিয়া। আহত আসামিরা হচ্ছে কান্ত সাঁওতাল, লক্ষণ সাওতাল ও কুর্মি মইনা।

রাজনগর থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিশেষ অভিযান শেষে ৩ জন আসামি ধরে রাজনগর থানায় ফেরার পথে দুর্ঘটনা ঘটে। নিহত এসআই সমিরন চন্দ্র দাসের বাড়ি হবিগঞ্জ সদরের পাঁচপাড়িয়া গ্রামে।

বগুড়া ॥ সড়ক দুর্ঘটনায় বগুড়ায় দুই তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাহালু বারোমাইল এলাকায় নওগাঁগামী ধানবাহী ট্রাক একই দিয়ে যাওয়া মোটরসাইকেলে ধাক্কা দিলে তিন আরোহীর দুজন মারা যায়। এদের একজনের নাম আবদুল্লাহ (২৫)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত সাগর হোসেনকে (২৮) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঁশখালী॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বদরশাহ দরগাহ এলাকার প্রধান সড়কে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ জাহাঙ্গীর আলম (৪৫)। এ ঘটনায় মোঃ আফছার (৩৫), আবদুল মাজেদসহ আরও দুজন পথচারী আহত হয়েছেন। এদিকে চট্টগ্রাম নগরীতে বাসের ধাক্কায় পুলিশ ভ্যানে থাকা শিল্প পুলিশের ১৩ সদস্য আহত হয়েছে। প্যারেড শেষ করে ফেরার পথে একটি শহর এলাকার বাস পুলিশ ভ্যানটিকে ধাক্কা দেয়। বর্তমানে পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার নগরীর পাহাড়তলী থানার সাগরিকা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের এএসপি (গোয়েন্দা ও গণমাধ্যম) মোঃ সেলিম নেওয়াজ জানান, সকালে উত্তর কাট্টলীতে প্যারেড ছিল। প্যারেড শেষে খুলশীতে শিল্প পুলিশের কার্যালয়ে ফেরার সময় একটি সিটি বাস পুলিশ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা পুলিশ সদস্যরা আহত হয়। এতে কারও মাথায়, কারও কোমরে এবং কয়েকজন পায়ে আঘাত পান। আহত পুলিশ সদস্যদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

ফরিদপুর॥ ভাঙ্গায় বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন এক বৃদ্ধ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধের নাম গুরুদাস পাল (৭৬)। তিনি ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের সিংগাড়িয়া গ্রামের বাসিন্দা। ওই বৃদ্ধের পাঁচ কন্যা সন্তান রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ॥ রাজশাহীর তানোর থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জে ধানবোঝাই ট্রাক্টর উল্টে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার নয়ানগর সেতু অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাজাহান আলী (৪৫) সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার শাহেদ দফাদারের ছেলে।

কক্সবাজার॥ শনিবার সকালে চকরিয়ার হারবাং লালব্রিজ পয়েন্টে পাজেরো গাড়ির চাপায় পথচারী মনির আহমদ (৭৫) নিহত হয়েছেন। তিনি স্থানীয় একটি হ্যাচারির ম্যানেজার এবং সাতকানিয়া পৌর এলাকার ৬নং ওয়ার্ডের মৃত আবুল খায়েরের পুত্র। রাস্তা পারাপারের সময় কক্সবাজারগামী পাজেরো গাড়ি তাকে চাপা দিলে পার্শ্ববর্তী খাদে পড়ে যান তিনি। এতে গাড়ির ড্রাইভারও আহত হয় বলে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ জানিয়েছে।

কালবৈশাখী ঝড় ও বজ্রপাত

কক্সবাজারঃ জেলার চকরিয়ায় গাছ চাপা পড়ে আব্দু শুক্কুর নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার সকালে হঠাৎ শুরু হওয়া ঝড়োবাতাসের সময় নিজ বাড়ির আঙ্গিনায় এ ঘটনা ঘটে। তিনি হারবাং শান্তিনগর এলাকার নুর হোসেনের ছেলে।

বগুড়া ॥ শনিবার ভোরে উত্তর-পূর্ব দিক থেকে বয়ে যাওয়া ঝড়ে কাহালুর মাছপাড়ায় একটি গাছ ভেঙ্গে পড়ে শাহীন মিয়া (৪৫) নামের এক দিনমজুর মারা গেছে। তার বাড়ি গাইবান্ধার জুমারবাড়ি এলাকায়।

ফরিদপুর ॥ মধুখালীতে ঝড়ের সময় রেন্টিকড়াই গাছের ডাল ভেঙ্গে রাবেয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার গন্ধখালী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া রাবেয়া বেগম গন্ধখালী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা কৃষক মনসুর মোল্লার স্ত্রী।

ঝিনাইদহ ॥ শৈলকুপা উপজেলায় শনিবার সকালে বজ্রপাতে রুপা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া রুপার বাড়ি উপজেলার কুলচারা গ্রামে। এছাড়া সদর উপজেলার ডেফলবাড়ি গ্রামে গোলাম আলীর গোয়ালঘরে বজ্রপাতে ৬ লাখ টাকা দামের ২টি মহিষ মারা গেছে। অন্যদিকে কালবৈশাখী ঝড়ে কালীগঞ্জ উপজেলার ৩ টি ইউনিয়ন, হরিণাকু-ু উপজেলার ১টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের বাড়ি-ঘর ও মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

দিনাজপুর ॥ চিরিরবন্দর উপজেলা পল্লীতে বজ্রপাতে আলতাফ হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আতারবাজার কাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলতাফ এলাকার খলিল উদ্দীনের ছেলে।

মুন্সীগঞ্জ ॥ লৌহজং টার্নিংয়ের কাছে ঝড়ের কবলে পড়ে পদ্মায় ১৫ আরোহীসহ ধানভর্তি ট্রলার ডুবিতে দুই কৃষাণ নিখোঁজ রয়েছে। তারা মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে ধান কেটে কৃষাণের ভাগের প্রায় ১৫০ মণ ধানসহ বাড়ি ফিরছিলেন। শিমুলিয়া থেকে বাংলাবাজার যাওয়ার পথে তাদের ট্রলার মাঝনদীতে লৌহজং টার্নিংয়ের কাছে ডুবে যায়। এই সময় ভেসে থাকা ১৩ কৃষাণকে আশাপাশের নৌযান উদ্ধার করে তীরে নিয়ে আসে। তবে মাদারীপুরের শিবচর উপজেলার রাজারচরের হেলাল ফকির (৫০) ও আলো ফকিরের (৬০) খোঁজ পাওয়া যাচ্ছে না। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আওয়াল।

ভোলা ॥ তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মাছ ধরতে যাওয়া দুই জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১৪ জেলে নদীতে পড়ে ¯্রােতের টানে ভেসে য্য়া। পরে মনপুরার কোস্টগার্ডের সদস্য ও জেলেদের সহযোগিতায় ভেসে যাওয়া জেলে মাঝি-মাল্লাদের উদ্ধার করা হয়েছে।

সিরাজগঞ্জ॥ শনিবার ভোরে সদর উপজেলার উত্তরাঞ্চল ও কাজিপুরের কিছু এলাকায় জ্যৈষ্ঠের ঝড়ে ঘরবাড়ি, দোকানপাটসহ গাছপালা লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সোনামুখী বাজার। এ বাজারের বেশ কয়েকটি দোকানঘরের চাল উড়ে গেছে। সেই সঙ্গে বৈদ্যুতিক লাইনও বিচ্ছিন্ন রয়েছে। কাজিপুর এবং সিরাজগঞ্জে ঝড় প্রবাহিত এলাকায় প্রায় ৮ ঘণ্টা বিদ্যুত সরবরাহ বন্ধ ছিল।

কুষ্টিয়া ॥ শনিবার সকালে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে সদর উপজেলা, দৌলতপুর, ভেড়ামারা, মিরপুর, কুমারখালী ও খোকসা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে ঘর-বাড়ি, গাছ-পালা ও বিদ্যুত লাইনসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে দুইশ’ বছরের গাছ উপড়ে ঘরে পড়েছে। দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরাঞ্চলে অন্তত ৩০টি কাঁচাঘর ঝড়ে বিধ্বস্ত হয়েছে। এছাড়া মাঠে থাকা ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

সুনামগঞ্জ ॥ সুনামগঞ্জে গত রাতে কালবৈশাখী ঝড়ের তা-বে জেলা সদর, বিশ^ম্ভরপুর উপজেলার বেশ কয়েকটি স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙ্গে গেছে কাঁচা-আধাপাকা ঘরবাড়ি। গাছপালা, বিদ্যুতের লাইনে ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের ক্ষয়ক্ষতি তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা শফিকুল ইসলাম।

নওগাঁ ॥ কালবৈশাখী ঝড়ে নওগাঁর পোরশায় আম, ধান, গাছ, বিদ্যুতসহ বিভিন্ন গ্রামে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে শুরু হয় কালবৈশাখী। প্রায় পৌনে এক ঘণ্টা ঝড়-বৃষ্টির কারণে উড়ে গেছে ঘরের টিনের চালা, উপড়ে গেছে বিভিন্ন ধরনের গাছ ও বৈদ্যুতিক খুঁটি। গাছের ডাল পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ও তার ছিঁড়ে অনেক স্থানে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আম ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে ।

বিরামপুর, দিনাজপুর ॥ কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি, গাছপালা ও মাঠের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে উড়ে গেছে বিরামপুর পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের টিন, ক্ষতিগ্রস্ত হয়েছে সাইকেল গ্যারেজ, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুত সংযোগ।

কুড়িগ্রাম ॥ শনিবার ভোরে প্রচ- ঝড়ে জয়পুরহাট এলাকায় একটি বটগাছ রেললাইনের ওপর পড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসহ কয়েকটি ট্রেন আটকা পড়ে। পরে ২-৩ ঘণ্টা চেষ্টার পরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে এসে পৌঁছায়।

চুয়াডাঙ্গা ॥ কালবৈশাখী ঝড়ের তা-বে ২ শতাধিক কাঁচা-আধাপাকা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রেললাইনে গাছ পড়ে ট্রেন চলাচল ৫ ঘণ্টা বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।

আমাদের বাণী/২৩/৫/২০২২/এবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.