ঝুপড়ি ঘরে কৃষক লীগ নেতার বসবাস

বরিশালঃ বাঁশের কয়েকটি খুঁটির ওপর পুরাতন টিন দিয়ে দাঁড় করানো ঝুপড়ি ঘরের মধ্যে ঝড় আতঙ্কে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন এক কৃষকলীগ নেতা। তার নাম এসহাক বেপারি সাকী। তিনি গৌরনদী উপজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক।

এসহাক বেপারি সাকী বলেন, আমার দল আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য বসতঘর করে দিচ্ছেন। ইতোমধ্যে বাটাজোর ইউনিয়নের ১৪টি পরিবারের জন্য সরকারিভাবে বসতঘর নির্মাণ করা হয়েছে। একটি বসতঘরের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাদের কাছে ধর্না দিয়েও এখন পর্যন্ত আমার ভাগ্যে মেলেনি একখানা ঘর। ফলে ঝড়-বৃষ্টির এ মৌসুমে স্ত্রী-সন্তান নিয়ে অনেকটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।

এ বিষয়ে বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার বলেন, এসহাক বেপারি সাকী আওয়ামী লীগের দুর্দিনের একজন কর্মী। জমি আছে ঘর নাই প্রকল্পের তালিকায় তার নাম রয়েছে। তিনি সরকারি ঘর পাবেন।

আমাদের বাণী/২১/৫/২০২২/সিপি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.