ট্রেন-পিকআপ সংঘর্ষ: নিহত ৩

গাজীপুরঃ  জেলার কালীগঞ্জ উপজেলার আড়িখোলা রেলস্টেশনের কাছে ট্রেনের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেলস্টেশনের অদূরে নলছাটায় একটি অরক্ষিত রেল গেটে তালভর্তি পিকআপের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্ধুর ট্রেনের মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের ধাক্কায় পিকআপটি দূরে ছিটকে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক, তার সহযোগী ও অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়।

আমাদের বাণী/২১/৫/২০২২/কেবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.