সরিষাবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বজ্রপাত

জামালপুরঃ জেলার সরিষাবাড়ীতে বজ্রপাতে ওসমান গণি (৩০) নামে এক কৃষকের মৃত্য হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল এলাকায় এ ঘটনা ঘটে। বাবুল মিয়া নামে মৃতের এক আত্মীয় বিষয়টি নিশ্চিত করেন। নিহত কৃষক উপজেলার চুনিয়াপটল গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

হাসপাতাল ও পরিবার সুত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (১৯ মে) রাতে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় ওসমান গণি তার মামাতো ভাই আব্দুল মোতালেব মিযাকে সাথে নিয়ে বাড়ীর পাশে বিলে টাকা ধান গোছানোর কাজ করতে ছিলো।

বৃষ্টিপাত শুরু হলে তারা পাশের সেচ পাম্পের ঘরে আশ্রয় নেয়। এসময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ওসমান গণি ও আব্দুল মোতালেব আহত হয়। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় ওসমান গণিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। অপর আহত আব্দুল মোতালেবকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাহমিদ হাসান  জানান, বৃহস্পতিবার রাতে বজ্রপাত ঘটনায় ওসমান গণি নামে একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার পরিবারের লোকজন। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই ওসমান গণির মৃত্যু হয়।

আমাদের বাণী/২০/৫/২০২২/ডিএনপি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.