নঁওগায় বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু

নওগাঁঃ জেলার সাপাহারে ধান কেটে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে উপজেলার পূর্ব করমুডাঙ্গা গ্রামের দুরুল হুদার ছেলে সাজেদুল (১৬) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রামের অদূরে রাস্তায় মর্মান্তিক বজ্রপাতের ঘটনাটি ঘটেছে।

মৃত শ্রমিক সাজেদুলের পারিবারিক ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ওই দিন সাজেদুল অন্যান্য শ্রমিকদের সাথে মাঠে ধান কাটার কাজ করছিল। মাঠ থেকে সকল শ্রমিকদের সাথে বাসায় ফেরার পথে সন্ধ্যায় হঠাৎ করে আকাশে মেঘের গর্জন ও বৃষ্টি শুরু হয়।

এসময় মাঠ থেকে ফেরা সকল শ্রমিকরা দ্রুতগতিতে বাসার উদ্দেশে রওয়ানা হয়ে গ্রামের অদূরে পৌঁছলে আকাশ থেকে বজ্রপাত ঘটে। বজ্রপাতে সকল শ্রমিক নিরাপদে থাকলেও সাজেদুল বজ্রপাতের ঝলকানিতে মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি বজ্রপাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আমাদের বাণী/২০/৫/২০২২/সিপিকি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.