
নরসিংদীঃ নরসিংদীতে পোশাক পরাকে কেন্দ্র করে ঢাকা থেকে নরসিংদীতে বেড়াতে যাওয়া এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে নরসিংদীতে বেড়াতে এসেছিলেন দুই তরুণ ও এক তরুণী। নরসিংদী রেল স্টেশনে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তারা। তাদের পরনে ছিল আধুনিক পোশাক। এক তরুণের হাতে ছিল ট্যাটু। এ সময় স্টেশনে অবস্থানরত এক নারী তাদের ইঙ্গিত করে নোংরা মন্তব্য করেন। একপর্যায়ে ওই নারী ইচ্ছে করে ঝগড়ায় জড়ান। এ সময় রেল স্টেশনের কিছু বখাটে লোকজন হঠাৎ করে ছুটে এসে ওই তরুণ-তরুণীদের এলোপাতাড়ি মারতে শুরু করেন এবং ওই তরুণীর শ্লীলতাহানি করেন। পরে ভুক্তভোগী ওই তরুণী নিজেকে বাঁচাতে স্টেশন মাস্টারের রুমে আশ্রয় নেন।
ঘটনাস্থলে থাকা রুপম নামে এক কলেজছাত্র বলেন, ঘটনার সময় অসংখ্য মানুষ দাঁড়িয়ে মজা দেখছিল। কেউ এগিয়ে আসলো না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আধুনিক পোশাক পরিধান করে তরুণ-তরুণী কি অনেক বেশি অপরাধ করেছিল?
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী বলেন, মূলত তরুণীটি আধুনিক পোশাক পরার কারণে এক নারী তর্কে জড়ান। পরে স্টেশন মাস্টারের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তারা চট্টগ্রাম মেইলের যাত্রী ছিলেন। ট্রেন চলে আসায় তাদের নাম-ঠিকানা নেওয়া সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, ‘ভিডিও ফুটেজে দেখেছি সহকারী স্টেশন মাস্টার নাঈমুর রহমান ওই তরুণ-তরুণীদের আশ্রয় দিয়েছেন। তার কাছ থেকে জানতে পারি, মেয়েটি বা ছেলেটি কোনো অভিযোগ করেনি। তারা ট্রেন আসার সঙ্গে সঙ্গে চলে যায়।
‘ফুটেজগুলো আমরা রেখেছি। স্থানীয়ভাবে ওই বৃদ্ধ বা হেনস্তাকারী নারীকে কেউ চিনতে পারেনি। তবে কেউ অভিযোগ করলে আমরা জোড়ালোভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রত্যেককেই শনাক্তের চেষ্টা করা হবে।’
আমাদের বাণী/২০/৫/২০২২/কেকেসি
Leave a Reply