টিকিট কালোবাজারি: জিডি করায় স্টেশন মাস্টারকে শোকজ

খুলনাঃ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে ৫ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করায় খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকারকে শোকজ করা হয়েছে। এছাড়া টিকিট কালোবাজারির অভিযোগে অভিযুক্ত ৫ কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পাকশীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. শাহেদুল ইসলাম এ আদেশ দেন।

এ প্রসঙ্গে শাহেদুল ইসলাম জানান, স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার তাদের না জানিয়ে টিকিট কালোবাজারির অভিযোগ সংক্রান্ত বিষয়ে জিডি করেছেন। জিডি করার আগে তাদের বিষয়টি তার জানানো উচিৎ ছিল। কিন্তু তিনি জানাননি। সে কারণে তাকে বৃহস্পতিবার বিকেলে শোকজ করা হয়েছে।

তিনি আরও জানান, যাদের বিরুদ্ধে টিকিট কালোবাজারি করার অভিযোগ রয়েছে তাদের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। এর মধ্যে খুলনা রেলওয়ে স্টেশনের ট্রেন এক্সামিনার (টিএক্সআর) বায়তুল ইসলামকে চিলাহাটি, সহকারী স্টেশন মাস্টার মো. আশিক আহম্মেদকে রোহানপুর স্টেশন, সহকারী স্টেশন মাস্টার মো. জাকির হোসেনকে মহেড়া স্টেশন, খালাসি পপিদুর রহমানকে পাবর্তীপুর ও খালাসি জাফর ইকবালকে যশোরে বদলি করা হয়েছে।

এর আগে গত ১৬ মে ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রি করার অভিযোগে খুলনা রেল স্টেশনের ৫ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে জিডি করেন স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার। এদিন টিএক্সআর বায়তুল ইসলাম, আইডব্লিউ অফিসের মো. জাফর মিয়া, তোতা মিয়া, সহকারী স্টেশন মাস্টার মো. আশিক আহম্মেদ ও সহকারী স্টেশন মাস্টার মো. জাকির হোসেনের বিরুদ্ধে খুলনা রেলওয়ে থানায় জিডি করেন তিনি।

এ ব্যাপারে মানিক চন্দ্র সরকার জানান, তারা অনেক দিন ধরে টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে জিডি করতে বাধ্য হয়েছেন তিনি। উর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানিয়েছেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে রেলওয়ের টিএক্সআর বায়তুল ইসলাম ও সহকারী স্টেশন মাস্টার মো. আশিক আহম্মেদ বলেন, যাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে তারা কেউই কোনোদিন টিকিট কালোবাজারি করেননি। স্টেশন মাস্টার কোনো প্রমাণও দিতে পারবেন না। তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে টিকিট কালোবাজারির অভিযোগ করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.