পদ্মা সেতুর নাম পরিবর্তন হবে না: মন্ত্রিপরিষদ সচিব

ঢাকাঃ পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করার দাবি উঠলেও সেটি হচ্ছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘পদ্মা সেতুর নাম পরিবর্তন হবে না, এটি প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। এ বিষয় নিয়ে আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে প্রধানমন্ত্রী কথা বলবেন।’

মন্ত্রিসভার বৈঠক শেষে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আশা করা যাচ্ছে জুনের শেষ সপ্তাহের দিকে পদ্মা সেতু চালুর জন্য রেডি হয়ে যাবে। কিছু দিনের মধ্যেই পদ্মা সেতুর উদ্বোধনের বিষয়ে ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‌‘পদ্মা সেতুর টোল বেশি ধরা হয়নি। যদি বেশি মনে করা হয়, তাহলে সরকার পরে সেটা বিবেচনা করবে। তবে ১৫ থেকে ১৬ বছরের মধ্যেই টাকা উঠে যাবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.