
কুষ্টিয়াঃ জেলার খোকসা বাসস্ট্যান্ডের পূর্বপার্শ্বে অবস্থিত নিউ হেলথকেয়ার এন্ড হাসপাতালের কর্মচারী মোঃ হিরন (২৫) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত কর্মচারী মোঃ হিরন একই উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সিংহরিয়া গ্রামের আকবর হোসেনের ছেলে ।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় ক্লিনিকটির প্রধান গেইট বন্ধ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (১৮ মে) রাত সাড়ে ১২ টার সময় নিউ হেলথ কেয়ার এন্ড হাসপাতালে মেন গেট বন্ধ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে পড়ে থাকতে দেখে অন্যান্য কর্মচারীরা তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে। জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হিরনের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ আশিকুর রহমান।
Leave a Reply