বাউবি শিক্ষার্থীদের মানববন্ধন

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ, বিএসএস এবং বিবিএসের শিক্ষার্থীরা ঢাকা ও তার আশপাশের বিভিন্ন স্টাডি সেন্টারের শিক্ষার্থী একত্রিত হয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক রিজিওনাল অফিসের প্রধান সড়কে শুক্রবার বেলা ১১টায় মানববন্ধন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, দীর্ঘ এক বছরের বেশি সময় পরীক্ষা স্থগিত হওয়ায় শিক্ষাজীবন শেষ করা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। এমতাবস্থায় করোনা পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তা কেউ জানেন না। তাই যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের মাধ্যমে বিগত স্থগিত পরীক্ষাগুলো নেয়ার অনুরোধ করেন।

সরকারি ও বেসরকারি অনেক শিক্ষার্থী পরীক্ষার রেজাল্ট না হওয়ার কারণে পদোন্নতিতে একদিকে যেমন আটকে আছে তেমনি অন্যদিকে বয়স শেষ হয়ে আসায় অনেকেই সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ হারাচ্ছেন। তারা জানান, প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল হয়েছেন।

তাই তাদের বিশ্বাস স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে কর্তৃপক্ষকে যথাযথ নির্দেশ দেবেন এবং এই দূরদর্শী চ্যালেঞ্জও তিনি মোকাবিলা করতে পারবেন ইনশাআল্লহ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.