বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ধর্ষণ

রাজবাড়ীঃ জেলার পাংশায় আবুল মহাজন নামে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির মা পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী শিশুর মা জানান, গত মঙ্গলবার তিনি তাঁর দুই মেয়েকে বাড়িতে রেখে এক প্রতিবেশীর ব্যক্তিগত কাজে মাছপাড়া বাজারে যান। তাঁর বাড়ি ফিরে আসতে দেরি হলে তাঁকে খুঁজতে ওই প্রতিবেশীর বাড়িতে যায় তাঁর দুই মেয়ে। সেখানে যাওয়ার পর বৃষ্টিতে তাঁর দুই মেয়ে আটকা পড়ে। সে সময় অভিযুক্ত আবুল মহাজন তাঁর বড় মেয়েকে ধরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে তাঁর মেয়ে সেখান থেকে পালিয়ে আসে। তিনি বাড়িতে আসলে তাঁর মেয়ে সম্পূর্ণ ঘটনা তাঁকে জানায়। পরে বিষয়টি তিনি তাঁর স্বামীকে জানান। এরপর গত বৃহস্পতিবার পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত আবুল মহাজন বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি।

আবুল মহাজনের ছেলে হাসান মাহমুদ বলেন, ‘অভিযোগকারী আমাদের প্রতিবেশী। তাঁদের সঙ্গে আমাদের অনেক আগে থেকেই জমিজমা ও গাছকাটাসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিভিন্ন সময় দ্বন্দ্ব হয়। সেই সূত্রেই তাঁরা আমার বাবার নামে এই মিথ্যা অভিযোগ দিয়েছে।’

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, সত্যতা মিললে মামলা রুজু করে আসামিকে গ্রেপ্তার করা হবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.