
ঢাকাঃ সরকারের ভিশন বাস্তবায়নে কাজ করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করতে প্রতিষ্ঠানগুলোকে একই ছাতার নিচে আসার আহবান জানিয়েছেন তিনি।
খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদের ষষ্ঠ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে এ কথা বলেন খাদ্যমন্ত্রী। সচিবালয়ে নিজ দফতর থেকে যুক্ত হন খাদ্যমন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করে নতুন প্রজন্মকে মেধা সম্পন্ন জাতিতে পরিণত করতে হবে।
সভায় জাতীয় নিরাপদ খাদ্য নির্দেশনা, নিরাপদ খাদ্য সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং কার্যক্রম পরিচালনা ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জাতীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটি ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ এর উদ্দেশ্য পূরণে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে থাকে। ২০১৫ সালের ২৪ আগস্ট খাদ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠন করা হয়।
Leave a Reply