বজ্রপাতে ধান কাটা দুই শ্রমিকের মৃত্যু

বজ্রপাত

নওগাঁঃ জেলার পোরশায় বোরো ধান কাটার সময় বজ্রপাতে নুহ শেখ (৫৫) ও আবু সায়েম (৩৫) নামের দুই শ্রমিক নিহত হয়েছেন। নুহ শেখ পশ্চিম রঘুনাথপুর টেকঠা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে ও সায়েম পশ্চিম দুয়ারপাল ইসলামপুরের নুহুল ইসলাম মিস্ত্রির ছেলে।

জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে নুহ শেখ রঘুনাথপুর ও সামাদ পশ্চিম দুয়ারপাল এলাকায় পুনর্ভবা নদীর পাশে বোরো ধান কাটছিলেন। এসময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

অপরদিকে, একই সময় মাঠে ছাগল চরানো অবস্থায় জাহানারা বেগম নামে এক নারীসহ আরো দুজন আহত হয়েছেন বলে স্থানীয় লোকজন জানিায়েছেন। আহতদের তাৎক্ষণিক পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পোরশা থানা অফিসার ইনচার্জ জহুরুল হক বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.