সীতাকুন্ডে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

ধর্ষণ

চট্টগ্রামঃ জেলার সীতাকুন্ডে ৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবদুল কুদ্দুস লিটন (৩০) নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

বধুবার বিকালে ভাটিয়ারি কদমরসুল আমিন কোম্পানীর বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ আসামিকে আটক করে থানায় নিয়ে আসলে শিশু কন্যার পিতা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত আসামি নোয়াখালী সেনবাগ থানা এলাকার মোঃ শামসুল আলমের পুত্র ও জাহারানাবাদ সাগর উপকূল শিপ ব্রেকিং ইয়ার্ডে বাবুচির কাজ করতো।

ভুক্তভোগী শিশুর পরবিার সূত্রে জানা যায়, অভিযুক্ত লিটন একটি শীপ ব্রেকিং ইর্য়াডে বাবুচির কাজ করতো। গত কয়েকদিন আগে তার স্ত্রী গ্রামরে বাড়ি নোয়াখালী বেড়াতে যায়। এরই সুযোগে বুধবার বিকালে পাশের বাসার চার বছররে শিশু কন্যাকে চকলেট দেওয়ার প্রলোভনে ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এই সময় শিশুর চিৎকার-চেচামেচি শুনে আশপাশরে লোকজন এসে লম্পটকে হাতে নাতে আটক করে হালকা গণধোলাই দেয়। আটকরে পর সে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করে। এরপর স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করলে ফৌজদার হাট পুলশি ফাঁড়ির এস.আই মোতাহের হোসেন ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যান। পরে শিশু কন্যার পিতা থানায় আসলে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকু- মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,“স্থানীয়দের সহযোগিতায় আমরা অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছি। ধর্ষণ চেষ্টার কথা অভিযুক্ত আসামি স্বীকার করেছে। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.