কুষ্টিয়ায় যুবজোট নেতাকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া: জেলার দৌলতপুর উপজেলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুব সংগঠন যুবজোটের দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব খান সালামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার আল্লারদরগা বাজারের পাশে বয়ান মোড়ে বুধবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা সালামের ২ সহযোগীকেও কুপিয়ে আহত করে। তারা হলেন—মামুন জোর্য়াদার ও হারুন।

মামুন জানান, সালামের বাড়ির পাশে তিনি ও হারুন বসে ছিলেন। সে সময় ১৫ থেকে ২০ জনের একদল সন্ত্রাসী তাদের ওপর ধারালো অস্ত্র হাতে অতর্কিত হামলা চালায়। প্রথমে তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১টা ২০ মিনিটে সালামের মৃত্যু হয়।

মামুন বলেন, তিনি হামলাকারী কয়েকজনকে চিনতে পেরেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবিদ হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত সংগ্রহ করেছে। সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.